ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬৩, ক্ষয়ক্ষতি ৪০০ কোটি রুপির

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

 

ভারতের হিমাচল প্রদেশে টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট্র আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কতৃপক্ষ।

শুক্রবার (০৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হিমাচলের রাজ্য সরকার জানিয়েছে, এ দুর্যোগে এখন পর্যন্ত ৪০০ কোটি রুপির সম্পত্তির ক্ষতি হয়েছে। বিশেষ করে মান্ডি জেলায় ত্রাণ ও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মান্ডির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল থুনাগ এবং বাগসায়েদ। এছাড়াও কারসোগ এবং ধর্মপুর এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৪০০ কোটি টাকারও বেশি ক্ষতি রেকর্ড করেছি। তবে প্রকৃত ক্ষতি সম্ভবত অনেক বেশি, আমাদের এখন লক্ষ্য অনুসন্ধান, উদ্ধার এবং পুনরুদ্ধারের।’

তিনি বলেন, গত ২০ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা মৌসুম শুরু হয় এবং প্রতি বছরের মতো এবারও রাজ্যজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

himachal2

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধুমাত্র মান্ডি জেলাতেই ১৭ জনের মৃত্যু হয়েছে, কাংড়ায় ১৩ জনের, চাম্বায় ছয়জনের এবং শিমলায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমাউর, সোলান এবং উনা জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে বহু মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এর মধ্যে শুধুমাত্র মান্ডি থেকেই কমপক্ষে ৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যজুড়ে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ১৪টি সেতু ভেসে গেছে। এছাড়া ১৬৪টি গবাদি পশুসহ প্রায় ৩০০টি গবাদি পশু মারা গেছে। রাজ্যজুড়ে ৫০০ টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৫০০ টিরও বেশি বিদ্যুতের ট্রান্সফরমার (ডিটিআর) অকার্যকর হয়ে পড়েছে, যার ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই খাবার পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬৩, ক্ষয়ক্ষতি ৪০০ কোটি রুপির

আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

ভারতের হিমাচল প্রদেশে টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট্র আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কতৃপক্ষ।

শুক্রবার (০৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হিমাচলের রাজ্য সরকার জানিয়েছে, এ দুর্যোগে এখন পর্যন্ত ৪০০ কোটি রুপির সম্পত্তির ক্ষতি হয়েছে। বিশেষ করে মান্ডি জেলায় ত্রাণ ও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মান্ডির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল থুনাগ এবং বাগসায়েদ। এছাড়াও কারসোগ এবং ধর্মপুর এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৪০০ কোটি টাকারও বেশি ক্ষতি রেকর্ড করেছি। তবে প্রকৃত ক্ষতি সম্ভবত অনেক বেশি, আমাদের এখন লক্ষ্য অনুসন্ধান, উদ্ধার এবং পুনরুদ্ধারের।’

তিনি বলেন, গত ২০ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা মৌসুম শুরু হয় এবং প্রতি বছরের মতো এবারও রাজ্যজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

himachal2

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধুমাত্র মান্ডি জেলাতেই ১৭ জনের মৃত্যু হয়েছে, কাংড়ায় ১৩ জনের, চাম্বায় ছয়জনের এবং শিমলায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমাউর, সোলান এবং উনা জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে বহু মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এর মধ্যে শুধুমাত্র মান্ডি থেকেই কমপক্ষে ৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যজুড়ে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ১৪টি সেতু ভেসে গেছে। এছাড়া ১৬৪টি গবাদি পশুসহ প্রায় ৩০০টি গবাদি পশু মারা গেছে। রাজ্যজুড়ে ৫০০ টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৫০০ টিরও বেশি বিদ্যুতের ট্রান্সফরমার (ডিটিআর) অকার্যকর হয়ে পড়েছে, যার ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই খাবার পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে।