ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

সিরিজ বাঁচানোর ম্যাচে জিততে হলে রেকর্ড ৩২৭ রান তাড়া করতে হতো বাংলাদেশকে। কিন্তু তার ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ। উল্টো সবকটি উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পন করেছে টাইগাররা।

১৩২ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াইটা চালাতে পারলেও সিরিজ বাঁচানোর ম্যাচে আজ তার ছিঁটেফোটাও দেখা যায়নি। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশে।

২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই দেশের মাটিতে সর্বশেষ সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাত বছর পর তাদের কাছেই হারতে হলো আবার।

দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারতে কেমন লাগে, সেটি যেন ভুলতে বসেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই দেশের মাটিতে সর্বশেষ সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাত বছর পর তাদের কাছেই হারতে হলো আবার।

তাসকিন আউট হওয়ার ঠিক পরের বলেই ফিরলেন তাইজুলও। স্যাম কারেনের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। ৪৪.৪ ওভারে ১৯৪ রান তুলতেই অলআউট বাংলাদেশ।

আগের দিনের চেয়ে ভালো উইকেটে ইংল্যান্ডের ৩২৬ রানের নাগাল পায়নি বাংলাদেশ। কারেনের প্রথম ওভারেই ২ উইকেট পড়ার পর এক সময় ৯ রানে ৩ উইকেটে পরিণত হয় স্বাগতিকেরা। এরপর থেকে লড়াইটা হয়ে পড়ে অসম।

সাকিব ও তামিমের জুটি, সাকিবের ফিফটি-আদতে পার্থক্য গড়তে পারেনি কোনো। বোলিং লাইনআপে নতুন দুজনকে নিয়েও শক্তিমত্তায় বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের পার্থক্যটা বরং ফুটে উঠেছে আরও বেশি করে।

চট্টগ্রাম আগামী ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এখন যেটি শুধুই আনুষ্ঠানিকতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

আপডেট সময় : ০২:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

সিরিজ বাঁচানোর ম্যাচে জিততে হলে রেকর্ড ৩২৭ রান তাড়া করতে হতো বাংলাদেশকে। কিন্তু তার ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ। উল্টো সবকটি উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পন করেছে টাইগাররা।

১৩২ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াইটা চালাতে পারলেও সিরিজ বাঁচানোর ম্যাচে আজ তার ছিঁটেফোটাও দেখা যায়নি। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশে।

২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই দেশের মাটিতে সর্বশেষ সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাত বছর পর তাদের কাছেই হারতে হলো আবার।

দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারতে কেমন লাগে, সেটি যেন ভুলতে বসেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই দেশের মাটিতে সর্বশেষ সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাত বছর পর তাদের কাছেই হারতে হলো আবার।

তাসকিন আউট হওয়ার ঠিক পরের বলেই ফিরলেন তাইজুলও। স্যাম কারেনের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। ৪৪.৪ ওভারে ১৯৪ রান তুলতেই অলআউট বাংলাদেশ।

আগের দিনের চেয়ে ভালো উইকেটে ইংল্যান্ডের ৩২৬ রানের নাগাল পায়নি বাংলাদেশ। কারেনের প্রথম ওভারেই ২ উইকেট পড়ার পর এক সময় ৯ রানে ৩ উইকেটে পরিণত হয় স্বাগতিকেরা। এরপর থেকে লড়াইটা হয়ে পড়ে অসম।

সাকিব ও তামিমের জুটি, সাকিবের ফিফটি-আদতে পার্থক্য গড়তে পারেনি কোনো। বোলিং লাইনআপে নতুন দুজনকে নিয়েও শক্তিমত্তায় বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের পার্থক্যটা বরং ফুটে উঠেছে আরও বেশি করে।

চট্টগ্রাম আগামী ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এখন যেটি শুধুই আনুষ্ঠানিকতা।