ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির বিপক্ষে হারই বিশ্বকাপ জয়ের চাবিকাঠি: মেসি

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা জাতীয় দলের এশিয়া সফর শেষে এখন ছুটিতে আছেন মেসি, পরিবারের সাথে তাঁর কাটছে দারুণ সময়। দুই দিন আগেই পালন করেছেন বিশ্বজয়ের পর নিজের প্রথম জন্মদিন। দেশের ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘুচিয়ে ৩৬ এ পা রেখেছেন তিনি। প্রিয় শহর রোজারিওতে অবকাশ যাপন করছেন তিনি, অংশ নিয়েছেন সাবেক সতীর্থের বিদায়ী ম্যাচে। এর আগে বিইন স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিশ্বকাপ জয়ের মূল অনুপ্রেরণা নিয়ে।

পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক চুকিয়ে মেসি যোগ দিয়েছেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে। ডেভিড ব্যাকহামের দলের হয়ে খেলা শুরু করার আগে বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। এরই এক ফাঁকে বিইন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন বিশ্বকাপ জয়, ফরাসি জায়ন্টদের সঙ্গে তাঁর সম্পর্ক সব কিছু নিয়ে যেখানে সৌদির বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হার নিয়ে আলাদা ভাবে কথা বলেছেন তিনি।

কাতার বিশ্বকাপ-২০২২ মেসি এবং আর্জেন্টিনার স্বপ্ন পূরণের আসর হয়ে ধরা দিয়েছিল। দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান হয়েছে এর মধ্য দিয়ে। তবে বিশ্বজয়ের এ যাত্রা কখনোই সহজ ছিল না আলবিসেলেস্তে দলের জন্য। বিশেষ করে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হারে তা হয়ে পড়েছিল আরও বেশি কঠিন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ২-১ গোলে সৌদি আরবের কাছে পরাজয়ের স্বাদ পায় মেসিরা। তবে সে ম্যাচে হারের পরই মূলত আর্জেন্টিনা দল সতর্ক হয়েছিল বলে জানান মেসি। সে ম্যাচের পর নিজেদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছিল তাদের।

মেসি বলেন, ‘যে কোনো প্রতিযোগীতায়ই জয়ের মানসিকতা নিয়েই গিয়েছি আমরা, বিশ্বকাপও এর ব্যতিক্রম ছিল না। জানতাম যে আমরা চ্যাম্পিয়ন হবার যোগ্য, তবে এটাও জানতাম যে বিশ্বজয় সহজ কিছু না, এখানে অনেক কিছুই ঘটতে পারে।’ এরপরই এলএমটেন সৌদির বিপক্ষে হার নিয়ে বলেন, ‘ সেই ম্যাচটিই ছিল আমাদের জেগে ওঠার বার্তা। প্রথম ম্যাচে ওভাবে শুরু করাটা আমাদের জন্য খুবই অসহনীয় ছিল।’

প্রথম ম্যাচে হারই আলবিসেলেস্তেদের নতুন করে ভাবতে শিখিয়েছে জানিয়ে মেসি বলেন, ‘হারের পরই আমরা ভিন্ন ভাবে ভাবতে শুরু করেছি, বুঝেছি যে আর কোনো ভুলের সুযোগ নেই।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ভেবেছিলাম সৌদির বিপক্ষে প্রথম ম্যাচটি হবে সহজ, সুন্দর ভাবেই টুর্নামেন্ট শুরু করতে পারবো আমরা, তবে হয়েছে তাঁর উল্টো। তাই এটাই ছিল আমাদের মূল চাবিকাঠি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদির বিপক্ষে হারই বিশ্বকাপ জয়ের চাবিকাঠি: মেসি

আপডেট সময় : ০৭:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

আর্জেন্টিনা জাতীয় দলের এশিয়া সফর শেষে এখন ছুটিতে আছেন মেসি, পরিবারের সাথে তাঁর কাটছে দারুণ সময়। দুই দিন আগেই পালন করেছেন বিশ্বজয়ের পর নিজের প্রথম জন্মদিন। দেশের ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘুচিয়ে ৩৬ এ পা রেখেছেন তিনি। প্রিয় শহর রোজারিওতে অবকাশ যাপন করছেন তিনি, অংশ নিয়েছেন সাবেক সতীর্থের বিদায়ী ম্যাচে। এর আগে বিইন স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিশ্বকাপ জয়ের মূল অনুপ্রেরণা নিয়ে।

পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক চুকিয়ে মেসি যোগ দিয়েছেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে। ডেভিড ব্যাকহামের দলের হয়ে খেলা শুরু করার আগে বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। এরই এক ফাঁকে বিইন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন বিশ্বকাপ জয়, ফরাসি জায়ন্টদের সঙ্গে তাঁর সম্পর্ক সব কিছু নিয়ে যেখানে সৌদির বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হার নিয়ে আলাদা ভাবে কথা বলেছেন তিনি।

কাতার বিশ্বকাপ-২০২২ মেসি এবং আর্জেন্টিনার স্বপ্ন পূরণের আসর হয়ে ধরা দিয়েছিল। দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান হয়েছে এর মধ্য দিয়ে। তবে বিশ্বজয়ের এ যাত্রা কখনোই সহজ ছিল না আলবিসেলেস্তে দলের জন্য। বিশেষ করে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হারে তা হয়ে পড়েছিল আরও বেশি কঠিন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ২-১ গোলে সৌদি আরবের কাছে পরাজয়ের স্বাদ পায় মেসিরা। তবে সে ম্যাচে হারের পরই মূলত আর্জেন্টিনা দল সতর্ক হয়েছিল বলে জানান মেসি। সে ম্যাচের পর নিজেদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছিল তাদের।

মেসি বলেন, ‘যে কোনো প্রতিযোগীতায়ই জয়ের মানসিকতা নিয়েই গিয়েছি আমরা, বিশ্বকাপও এর ব্যতিক্রম ছিল না। জানতাম যে আমরা চ্যাম্পিয়ন হবার যোগ্য, তবে এটাও জানতাম যে বিশ্বজয় সহজ কিছু না, এখানে অনেক কিছুই ঘটতে পারে।’ এরপরই এলএমটেন সৌদির বিপক্ষে হার নিয়ে বলেন, ‘ সেই ম্যাচটিই ছিল আমাদের জেগে ওঠার বার্তা। প্রথম ম্যাচে ওভাবে শুরু করাটা আমাদের জন্য খুবই অসহনীয় ছিল।’

প্রথম ম্যাচে হারই আলবিসেলেস্তেদের নতুন করে ভাবতে শিখিয়েছে জানিয়ে মেসি বলেন, ‘হারের পরই আমরা ভিন্ন ভাবে ভাবতে শুরু করেছি, বুঝেছি যে আর কোনো ভুলের সুযোগ নেই।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ভেবেছিলাম সৌদির বিপক্ষে প্রথম ম্যাচটি হবে সহজ, সুন্দর ভাবেই টুর্নামেন্ট শুরু করতে পারবো আমরা, তবে হয়েছে তাঁর উল্টো। তাই এটাই ছিল আমাদের মূল চাবিকাঠি।’