সেভেন রিংস্ সিমেন্ট’র হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
সেভেন রিংস্ সিমেন্ট’র হালখাতা ও পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন মঙ্গলবার বিকেল ৩ টায় মেসার্স সীড্ ষ্টোর এন্টারপ্রাইজর উদ্যোগে ভালুকা, হোটেল সিটি গাডেন-২,মিলনাশতনে পার্টনার মিট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স সীড্ ষ্টোর এন্টারপ্রাইজর স্বত্বাধিকারী মোঃ এমদাদ হোসেন সাহেব ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শুন শিং গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান সেভেন রিংস্ সিমেন্ট এর চিফ মার্কেটিং অফিসার জনাব মোঃ হারুন-উর রশিদ, তিনি সেভেন রিংস্ সিমেন্ট এর বিক্র বৃদ্ধির লক্ষ্যে সকলের উদেশ্য দিক নির্দেশনা মূলক বক্ত রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্ট এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান, বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্ট’র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস এবং মার্কেটিং) মোহাম্মদ আজমগীর তালুকদার হিরু, বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্ট এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাবিবুন নবী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করা করা হয়। অনুষ্ঠানে শুরু থেকে মিষ্টি ভাষায় উপস্থাপনা করেন টেরিটরি সেলস অফিসার নুরুল কবির রানা।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্ট এরিয়া ম্যানেজার (সেলস এবং মার্কেটিং) মোহাম্মদ শাহিনুর রহমান। অনুষ্ঠানে সেভেন রিংস্ সিমেন্ট এর অন্যান্য কর্মকর্তা ও ভালুকা অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভালুকা ব্যবসায়ীদের মধ্যে পারফরমেন্স গিফট ও কমন গিফট প্রদান করা হয়।