সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না: ওমর সানি
- আপডেট সময় : ০৯:০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবারও তাই করলেন। তবে নিজের ফেসবুকে না। একটি অনলাইন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে। কারা ভাইরাল হতে চায় এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি জানান, সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না।
ওমর সানি বলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না। শিক্ষিত মানুষ, পরিবেশের মানুষ, সভ্য সমাজের মানুষ, ভালো পরিবারের ছেলে-মেয়ে ভাইরাল হতে চায় না। যারা একটু থার্ড ক্লাস, পরিবার নাই, পরিজন নাই, তারাই ভাইরাল হতে চায়।’
এ নায়ক আরও বলেন, ‘এখন কথায় কথায় ভাইরাল। ভাইরাল শব্দটা নির্দিষ্ট করে দেওয়া উচিত।’ এ সময় সবার প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেতা অনুরোধ করেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে এ ধরনের আপনারা ভাইরাল হতে চান, এমন হতে চান, এগুলো বলবেন না। এগুলো বলবেন বস্তিতে গিয়ে!’
এক সময় পর্দা কাপিয়েছেন ওমর সানি। ছিলেন নব্বই দশকের সুপারস্টার। তবে আজকাল অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন নিজের ব্যবসা নিয়ে।