ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুদান থেকে ১৩৫ বাংলাদেশি দেশে পৌঁছাবেন আগামীকাল

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে প্রথম ধাপে দেশে ফিরছেন ১৩৫ বাংলাদেশি। আগামীকাল সোমবার (৮ মে) সকালে তারা ঢাকা পৌঁছাবেন।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে আজ রোববার রাতে তাঁরা জেদ্দা থেকে ঢাকা রওনা হবেন।

দূতাবাস জানায়, আজ রোববার সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জনসহ মোট ৬০ ব্যক্তিকে সুদানের বন্দরনগরী পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে আসা হয়েছে। আরও একটি ফ্লাইটে প্রায় ৬৫ ব্যক্তিকে আজই জেদ্দা নিয়ে আসার কথা রয়েছে। এর আগে প্রায় ১০ ব্যক্তি সৌদি জাহাজযোগে পোর্ট সুদান থেকে জেদ্দা পৌঁছান।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী ১১ জন শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সব প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানায় দূতাবাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুদান থেকে ১৩৫ বাংলাদেশি দেশে পৌঁছাবেন আগামীকাল

আপডেট সময় : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে প্রথম ধাপে দেশে ফিরছেন ১৩৫ বাংলাদেশি। আগামীকাল সোমবার (৮ মে) সকালে তারা ঢাকা পৌঁছাবেন।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে আজ রোববার রাতে তাঁরা জেদ্দা থেকে ঢাকা রওনা হবেন।

দূতাবাস জানায়, আজ রোববার সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জনসহ মোট ৬০ ব্যক্তিকে সুদানের বন্দরনগরী পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে আসা হয়েছে। আরও একটি ফ্লাইটে প্রায় ৬৫ ব্যক্তিকে আজই জেদ্দা নিয়ে আসার কথা রয়েছে। এর আগে প্রায় ১০ ব্যক্তি সৌদি জাহাজযোগে পোর্ট সুদান থেকে জেদ্দা পৌঁছান।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী ১১ জন শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সব প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানায় দূতাবাস।