সংবাদ শিরোনাম ::
সিলেটে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
সিলেটের ভোলাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে ভোলাগঞ্জের খাগাইল নামক স্থানে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক বলেন, ‘হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’
সিলেট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভুঞা জানান, একটি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুটি গাড়িই পাশ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই হতাহত হয়েছেন।
তিনি বলেন, ‘নিহতদের মধ্যে নিতজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।’
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।