সিরাজগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের মহাসড়কে একটি প্রাইভেটকারে প্রায় সাড়ে ২৩ কেজি গাঁজা সরবরাহকালে দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ।
গ্রেফতাররা হলেন—কুমিল্লার জেলার লালমাই থানার রতনপুর (ধর্মপুর) বাজারের মৃত চারু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও সুনামগঞ্জ জেলা সদরের কান্দিগাঁও ছড়ারপার এলাকার মানিক মিয়ার ছেলে লিটন মিয়া (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ গোলচত্বরে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৪শ ২০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।