ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুই অস্ত্র কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ:
  • আপডেট সময় : ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে দুই দফায় অভিযান চালিয়ে ২৯টি আগ্নেয়াস্ত্র জব্দের ঘটনায় দায়ের করা মামলায় দুই অস্ত্র কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-৬ সিরাজগঞ্জের বিচারক সুপ্রিয়া রহমান এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা জেলা সদরের ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মো. আব্দুল ওহাব (৩৫) ও একই খয়ের বাগান গ্রামের মো. আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান ওরফে মিজান। সাজাপ্রাপ্তদের মধ্যে আব্দুল ওহাব পলাতক রয়েছেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট মহসিন খান রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশ কাদাই সিলভার ডেলপার্কের সামনে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, একটি এলজি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলাটির তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের অপর উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার ভাউডাঙ্গা কালুপাড়ায় আব্দুলি ওহাবের বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ২৭টি পাইপগান জব্দ করা হয়। মামলার তদন্ত শেষে দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন এসআই নাজমুল হক। পরবর্তীতে রাষ্ট্র এবং আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে বুধবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে দুই অস্ত্র কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

সিরাজগঞ্জে দুই দফায় অভিযান চালিয়ে ২৯টি আগ্নেয়াস্ত্র জব্দের ঘটনায় দায়ের করা মামলায় দুই অস্ত্র কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-৬ সিরাজগঞ্জের বিচারক সুপ্রিয়া রহমান এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা জেলা সদরের ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মো. আব্দুল ওহাব (৩৫) ও একই খয়ের বাগান গ্রামের মো. আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান ওরফে মিজান। সাজাপ্রাপ্তদের মধ্যে আব্দুল ওহাব পলাতক রয়েছেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট মহসিন খান রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশ কাদাই সিলভার ডেলপার্কের সামনে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, একটি এলজি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলাটির তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের অপর উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার ভাউডাঙ্গা কালুপাড়ায় আব্দুলি ওহাবের বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ২৭টি পাইপগান জব্দ করা হয়। মামলার তদন্ত শেষে দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন এসআই নাজমুল হক। পরবর্তীতে রাষ্ট্র এবং আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে বুধবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।