সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:৪৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর একটি হোটেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত কার্যক্রমের গতিশীলতা আনতে উচ্চ পর্যায়ের এই আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অটিজম বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঞ্চালনায় উচ্চপর্যায়ের এই আলোচনার অংশ নেন ইউনিভার্সেল হেলথ কেয়ার ক্যাথেন হাউজ কমিশনের কো-চেয়ারম্যান হেলেন ক্লার্ক।
প্রধানমন্ত্রী জানান, দেশের বিশাল জনগোষ্ঠীর সবার জন্য সরকার খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে সরকার। ছোট্ট একটি দেশে এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও তার সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে।