সারাদেশে বিএনপি সমাবেশ: কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবেন
- আপডেট সময় : ০৪:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (২৫ জানুয়ারি) সমাবেশ করবে সরকারবিরোধী সমমনা দলগুলো। সারাদেশব্যাপী এই সমাবেশ কর্মসূচি সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা দেশের বিভাগীয় শহরে অবস্থান করবেন।
সোমবার (২৩ জানুয়ারি) বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, বুধবারের বিভাগীয় সদর ও মহানগরে সমাবেশ সমূহে কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও, দেশব্যাপী অন্যান্য জেলা সদরেও জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও বেগম সেলিমা রহমান।
বরিশালে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়; চট্টগ্রাম থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী; রাজশাহী থাকবেন স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু।
গাজীপুর থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু; কুমিল্লায় থাকবেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান; সিলেটে থাকবেন ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম জাহিদ হোসেন; ময়মনসিংহে থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রংপুরে থাকবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান; খুলনায় থাকবেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী; নারায়ণগঞ্জে থাকবেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।