সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুর সহযোগী নয়ন আটক

- আপডেট সময় : ০৯:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
সাংবাদিক নাদিম হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং প্রধান আসামি বাবুর সহযোগী উপজেলার কামালের বত্তী গ্রাম থেকে নয়ন (২৫) কে আটক করা হয়। তার বাড়ি মধ্য ধাতুয়াকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে নয়ন । তাকে সোমবার (৩ জুলাই) রাত ২টার দিকে কামালের বত্তী গ্রাম থেকে আটক করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে নয়ন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। সম্প্রতি পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষভাবে নয়ন মিয়ার সম্পৃক্ততা কথা জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার (৪ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।