সাংবাদিকের বাড়ীতে লুটপাট কারীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

- আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির উদ্যোগে সাংবাদিক মো:মামুনুর রশিদ মামুনের বাড়িতে হামলা লুটতরাজ কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১০ জুলাই ২০২৩ রোজ সোমবার সকাল ১১:৩০ সময় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল আলম ঝন্টু, দৈনিক অপরাধ সময়ের সম্পাদক এস এম শাহাবুল ইসলাম সুমন,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো:রাজিব তালুকদার, কাজী মনোয়ারুল হক,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রশান্ত কুমার দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ।অতিথিরা বক্তব্যে বলেন সাংবাদিক মামুনুর রশিদ মামুনের বাড়িতে যে অতর্কিত সন্ত্রাসী হামলা,লুটপাট কারিদের অতি দ্রুত গ্রেফতার না করলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।