সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করবে-নূর হাকিম
- আপডেট সময় : ০৮:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে নিজেকে দক্ষ ও স্মার্ট সাংবাদিক হিসেবে তোলার আহবান জানিয়েছেন দৈনিক সকালের সময়’র প্রকাশক ও সম্পাদক মো: নূর হাকিম।
মঙ্গলবার (২১ মার্চ) রাজশাহী নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত দৈনিক সকালের সময়’র রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন,দেশ ও জাতির কল্যান নিশ্চিত করতে নিজেকে আগে দেশের প্রতি দায়িত্বশীল করতে হবে।
দৈনিক সকালের সময়ের মাধ্যমে সমাজের যাবতীয় অন্যায় অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবসময়।প্রচলিত সকল প্রকার অপ-সাংবাদিকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং এগুলোর বিরুদ্ধে জনমত গঠনেও ভূমিকা রাখতে হবে।
সম্পাদক নূর হাকিম বলেন,দৈনিক সকালের সময়ের সকল পর্যায়ের সাংবাদিক,কর্মকর্তা, কর্চারিদের সহযোগিতায় পত্রিকাটি একদিন বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক হবে,দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।দৈনিক সকালের সময়ের মাধ্যমেই বাংলাদেশে সাংবাদিকতা মূল ধারায় ফিরবে বলেও তিনি বিশ্বাস করেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় দৈনিক সকালের সময়ে’র রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলামের সঞ্চালনায়,রাজশাহী মহানগর প্রতিনিধি মো.পাভেল ইসলাম মিমুলের সার্বিক তত্বাবধানে ও রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পত্রিকাটির মফস্বল সম্পাদক নুর আলম।
এসময় নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জমশেদ আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অর্পণ ধর,পাবনা জেলা প্রতিনিধি মাহফুজ আলম ও নাটোর জেলা প্রতিনিধি তহুরা বানু সহ পত্রিকাটির রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলা প্রতিনিধি, ফটো সাংবাদিক ও সংবাদ এজেন্সি সদস্যরা উপস্থিত ছিলেন।