ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সদরঘাটে ওয়াটার বাস ডুবি, তিন মরদেহ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে। এখনও ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট এলাকায় বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় অর্ধশত যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানান, ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে রাত ৯ টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওয়াটার বাসটির যাত্রী ইমরান হোসেন বলেন, ‘আমি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে উঠি। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলাম। আমার জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিল। বাল্কহেডের ধাক্কায় আমিসহ কয়েকজন সাঁতরাতে থাকি। আশপাশের নৌকার মাঝিরা এসে উদ্ধার করেন।

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ‘ওয়াটার বাসটির কী পরিমাণ যাত্রী নিখোঁজ আছে, আমরা জানতে পারিনি। রাত ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। বাল্কহেডটি আটক করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরঘাটে ওয়াটার বাস ডুবি, তিন মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে। এখনও ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট এলাকায় বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় অর্ধশত যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানান, ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে রাত ৯ টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওয়াটার বাসটির যাত্রী ইমরান হোসেন বলেন, ‘আমি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে উঠি। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলাম। আমার জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিল। বাল্কহেডের ধাক্কায় আমিসহ কয়েকজন সাঁতরাতে থাকি। আশপাশের নৌকার মাঝিরা এসে উদ্ধার করেন।

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ‘ওয়াটার বাসটির কী পরিমাণ যাত্রী নিখোঁজ আছে, আমরা জানতে পারিনি। রাত ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। বাল্কহেডটি আটক করা হয়েছে।’