ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত শনিবার কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে জাতিসংঘের এলডিসি সম্মেলনে অংশ নিয়ে বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে মঙ্গলবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) স্বল্পোন্নত দেশগুলোর এ সম্মেলনে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’শীর্ষক গোলটেবিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এছাড়া দেশটির আামির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আঞ্চলিক দূত সম্মেলনেও তিনি অংশ নেন।

পাশাপাশি দোহায় বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সফরের সার্বিক বিষয় নিয়ে দেশবাসীর উদ্দেশে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত শনিবার কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে জাতিসংঘের এলডিসি সম্মেলনে অংশ নিয়ে বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে মঙ্গলবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) স্বল্পোন্নত দেশগুলোর এ সম্মেলনে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’শীর্ষক গোলটেবিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এছাড়া দেশটির আামির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আঞ্চলিক দূত সম্মেলনেও তিনি অংশ নেন।

পাশাপাশি দোহায় বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সফরের সার্বিক বিষয় নিয়ে দেশবাসীর উদ্দেশে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।