শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল
- আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুরের ফ্লাইটে লঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়ে যায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর মঙ্গলবার দিবাগত রাতেই বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌঁছে যায়।
আসন্ন এই সফরে দলে নেই টাইগ্রেসদের দুই অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদ। গেল সপ্তাহে এক বিবৃতি দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে প্রথমবারের মতো ডাক পান সুলতানা খাতুন। এছাড়া প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ওয়ানডে মাঠে গড়াবে ২৯ এপ্রিল। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ২ ও ৪ মে। এছাড়া ৯, ১১ ও ১২মে হবে সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মণি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।