শেয়ারহোল্ডারদের ১৪৪ কোটি টাকা লভ্যাংশ দেবে এক্সিম ব্যাংক
- আপডেট সময় : ০৯:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ (শেয়ার প্রতি ১ টাকা করে) লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) ব্যাংক লিমিটেড। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির সর্বশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানি সচিব মনিরুল ইসলাম বলেন, ২০২২ সালে এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ কোম্পানির ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের ১ টাকা লভ্যাংশ বাবদ ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪ টাকা দেবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডের রাখার পাশাপাশি অন্যান্য খাতে ব্যয় করা হবে।
এর আগের বছর ২০২১ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৯ পয়সা। সেই বছরও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।
সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা বেড়েছে, কিন্তু লভ্যাংশের পরিমাণ বাড়ায়নি।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৯ জুন। ওই দিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।
২০০৪ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার মঙ্গলবার দিন সর্বশেষ লেনদেন হয় ১০ টাকা ৪০ পয়সায়। বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ২ পয়সা। যা আগের বছর ছিল ২১ টাকা ৭২ পয়সা।