সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে লাইন ম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইন্টারনেটের লাইন দেয়ার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে সোহেল রানা(২৪) নামের এক লাইন ম্যানের মৃত্যু হযেছে। সোমবার বেলা ১১টার সময় সোনামসজিদ মধ্যবাজার এলাাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া লাইনম্যান হলো উপজেলার আজগুবী গ্রাসেম নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষ দর্শীরা জানান, সোহেল সোমবার সকাল বেলা সোনামসজিদ মধ্যবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে নেট লাইনে কাজ করার সময় পা ফসকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাজনীন আক্তার মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) সুকোমল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।