শিবগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
শিবগঞ্জে ৩৯ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার উজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাড়োগ্রাম-সাত্তার মোড় এলাকার কয়েস আলীর ছেলে। শুক্রবার দুপুরে উজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ধর্ষিতার ভাই ঝাটু আলী বাদি হয়ে মাসুদকে একমাত্র আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ জানায়, গত বুধবার দুপুরে উপজেলার উত্তর উজিরপুর গ্রামের একটি ভুট্টার ক্ষেতে কৌশলে বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে মাসুদ রানা। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার ভাই আইনের আশ্রয় নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি মাসুদকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।