• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। নিহত কৃষক হলো-শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন(২৪) ও ও আহত জাহির উদ্দিন(৫৮) নিজেই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার ৯১৭ মার্চ) বিকালে আলিম উদ্দিন ও তার পিতা জাহির উদ্দিন জমিতে কাজ শেষে সাইকেল যোগে বাড়ি ফিরার পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলিম উদ্দিন নিহত হয়। তার পিতা জাহির উদ্দিন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার এস আই ইন্দ্রনাথ জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশের ব্যাপারে কোন অভিযোগ না পাওয়ায় কোন সিদ্ধান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ