সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০৫:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করায় মিলন আলী (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের জামিরুল ইসলাম ধুইনার ছেলে। সোমবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে।
এর আগে ওই কিশোরীর পিতা মোজাহার আলী বাদি হয়ে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। গত পহেলা মে রাতে শাহাবাজপুর ইউনিয়নের সন্নাসী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ধর্ষণের ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কিশোরীর পিতা থানায় মামলা করলে সোমবার অভিযান চালিয়ে আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।