ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান আর নেই

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

উপমহাদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান আর নেই। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫৬ বছর বয়সী এ তারকা। আজ (৯ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।

বেশ কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গ পাঞ্জা লড়ছিলেন রশিদ। গত কয়েক বছর ধরে এই শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। নিয়মিত চলছিল তার চিকিৎসা। এরই মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। তখন থেকেই ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে শুরু করে।

শাস্ত্রীয় গানের সূত্রে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন বিখ্যাত এ গায়ক। এদেশের শ্রোতাদের মধ্যেও তিনি ব্যাপক জনপ্রিয়।

১৯৬৮ সালের ১ জুলাই ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন রশিদ। রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী তিনি। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু।

মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন তিনি। বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান আর নেই

আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

উপমহাদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান আর নেই। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫৬ বছর বয়সী এ তারকা। আজ (৯ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।

বেশ কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গ পাঞ্জা লড়ছিলেন রশিদ। গত কয়েক বছর ধরে এই শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। নিয়মিত চলছিল তার চিকিৎসা। এরই মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। তখন থেকেই ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে শুরু করে।

শাস্ত্রীয় গানের সূত্রে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন বিখ্যাত এ গায়ক। এদেশের শ্রোতাদের মধ্যেও তিনি ব্যাপক জনপ্রিয়।

১৯৬৮ সালের ১ জুলাই ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন রশিদ। রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী তিনি। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু।

মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন তিনি। বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান।