শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, কাজি মমতাজ সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক
- আপডেট সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে ঐতিহ্যবাহী সুৃনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি। সম্মেলনে (এনটিভি ইউরোপ, জাতীয় দৈনিক মানবকণ্ঠ, দৈনিক উত্তরপূর্ব ও দৈনিক সুনামগঞ্জের খবর) এর প্রতিনিধি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজকে সভাপতি, দৈনিক যায়যায় দিন, দৈনিক সিলেট মিরর ও দৈনিক সুনামগঞ্জের খবর এর প্রতিনিধি সোহেল তালুকদারকে সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সুনামকণ্ঠ এর উপজেলা প্রতিনিধি হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রবিবার(৩০ জুলাই) সন্ধ্যায় শহরের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রম দ্বি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়েছে। পরে উপজেলার এফআইভিডিবির সম্মেলন কক্ষে সাংবাদিকদের মধ্যে এক আলোচনা সভা ও নৈশভোজ করেন সাংবাদিকেরা।
কমিটির সহ-সভাপতি পদে শিক্ষানবীশ আইনজীবি মো. নূরুল হক (দৈনিক আমাদের সময় ও দৈনিক সিলেটের ডাক), অর্থ সম্পাদক পদে ইয়াকুব শাহরিয়ার(দৈনিক আমার সংবাদ ও দৈনিক সুনামগঞ্জের খবর),প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালেহ্ আহমদ হৃদয়(দৈনিক একাত্তরের কথা),দপ্তর সম্পাদক পদে এম এম ইলিয়াছ আলী(দৈনিক কাজির বাজার),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামিউল ইসলাম তুরান(দৈনিক তরুণকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোশাহিদ আহমেদ(দৈনিক মানব জমিন), আলাল হোসেন(দৈনিক জালালাবাদ), নাহিদ আহমেদ(দৈনিক ইত্তেফাক) ও নোহান আরিফিন নেওয়াজ(দৈনিক তৃতীয় মাত্রা, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন)।