ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে

শরীয়তপুর জেলা কারাগারে সতেন্দ্র কুমার নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। সতেন্দ্র কুমার ভারতের দিল্লি প্রদেশের সাথুরা মুলতানপুর জেলার চেয়াপুর গ্রামের চন্দ্রপালের ছেলে।বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার মু. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।

শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ অক্টোবর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে সতেন্দ্র কুমারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়। পরে ৮ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার মু. আবদুর রহিম বলেন, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন সতেন্দ্র কুমারের মৃত্যু হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

তিনি বলেন, সতেন্দ্র কুমারের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভারত সরকারকে জানানোর জন্য তাদের অ্যাম্বাসিতে যেন চিঠি দেয়া হয় তাই আমরা কারা অধিদপ্তরে চিঠি লিখেছি। সেটা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

শরীয়তপুর জেলা কারাগারে সতেন্দ্র কুমার নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। সতেন্দ্র কুমার ভারতের দিল্লি প্রদেশের সাথুরা মুলতানপুর জেলার চেয়াপুর গ্রামের চন্দ্রপালের ছেলে।বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার মু. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।

শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ অক্টোবর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে সতেন্দ্র কুমারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়। পরে ৮ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার মু. আবদুর রহিম বলেন, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন সতেন্দ্র কুমারের মৃত্যু হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

তিনি বলেন, সতেন্দ্র কুমারের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভারত সরকারকে জানানোর জন্য তাদের অ্যাম্বাসিতে যেন চিঠি দেয়া হয় তাই আমরা কারা অধিদপ্তরে চিঠি লিখেছি। সেটা প্রক্রিয়াধীন।