ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশবিষয়ক (এলডিসি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আগামীকাল শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ কথা জানান।

তিনি বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মুখপাত্র বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে। তাই এটি হবে এলডিসি সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ। ২০২১ সালের নভেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরনের চূড়ান্ত প্রস্তাব গৃহীত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতি ১০ বছর পরপর এলডিসি বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল। তিনি বলেন, এবারের সম্মেলনে ১০ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আগামী ১০ বছর পর আবারো এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফরিদা ইয়াসমিন জানান, আমরা এলডিসি তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। তাই মসৃণ ও টেকসই উত্তরণের জন্য বাংলাদেশ কোভিডসহ অন্যান্য যেসব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, সে সব বিষয়ের ওপর সম্মেলনে আমরা আলোকপাত করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

স্বল্পোন্নত দেশবিষয়ক (এলডিসি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আগামীকাল শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ কথা জানান।

তিনি বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মুখপাত্র বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে। তাই এটি হবে এলডিসি সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ। ২০২১ সালের নভেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরনের চূড়ান্ত প্রস্তাব গৃহীত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতি ১০ বছর পরপর এলডিসি বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল। তিনি বলেন, এবারের সম্মেলনে ১০ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আগামী ১০ বছর পর আবারো এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফরিদা ইয়াসমিন জানান, আমরা এলডিসি তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। তাই মসৃণ ও টেকসই উত্তরণের জন্য বাংলাদেশ কোভিডসহ অন্যান্য যেসব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, সে সব বিষয়ের ওপর সম্মেলনে আমরা আলোকপাত করব।