ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

লালপুরে হাতুড়ির আঘাতে সাংবাদিক আহত

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে হাতুড়ি ও রডের আঘাতে আতিকুর রহমান (৩১) নামে এক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিকুর রহমান উপজেলার বাহাদিপুর (লেবার লাইন) মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর প্রতিনিধি। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান পেশাগত কাজে মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুর রেলগেটের দিকে আসছিলেন। এ সময় নর্থ বেঙ্গর সুগার মিলস হাইস্কুলের নিকট মোটরসাইকেলে গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুস সেলিম ভুবন (৩৭) অতর্কিতভাবে বাক নিলে তারা দুর্ঘটনা থেকে কোন রকম বেঁচে যান। এ নিয়ে উভয় পক্ষের বাগবিতণ্ডার পর তা মিমাংসা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় হান্নানের চায়ের দোকানে আতিকুর রহমান চা খাচ্ছিলেন।

এ সময় ভুবনের নেতৃত্বে ৮ থেকে ৯ জন হাতুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মাথার বাম দিকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে। লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনআনুগ ব্যবস্থা নেওয়া দাবি জানান।

গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুস সেলিম ভুবন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, দুপুরে তাঁকে ছেলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আতিকুর রহমান। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় কারা এ ঘটনা ঘটিয়েছেন তা তিনি জানেন না। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আহত ব্যক্তি বাদি হয়ে আব্দুস সেলিম ভুবনসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনের নামে মামলা করেছেন। অপর পক্ষ পৃথক অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে হাতুড়ির আঘাতে সাংবাদিক আহত

আপডেট সময় : ১২:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

নাটোরের লালপুরে হাতুড়ি ও রডের আঘাতে আতিকুর রহমান (৩১) নামে এক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিকুর রহমান উপজেলার বাহাদিপুর (লেবার লাইন) মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর প্রতিনিধি। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান পেশাগত কাজে মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুর রেলগেটের দিকে আসছিলেন। এ সময় নর্থ বেঙ্গর সুগার মিলস হাইস্কুলের নিকট মোটরসাইকেলে গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুস সেলিম ভুবন (৩৭) অতর্কিতভাবে বাক নিলে তারা দুর্ঘটনা থেকে কোন রকম বেঁচে যান। এ নিয়ে উভয় পক্ষের বাগবিতণ্ডার পর তা মিমাংসা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় হান্নানের চায়ের দোকানে আতিকুর রহমান চা খাচ্ছিলেন।

এ সময় ভুবনের নেতৃত্বে ৮ থেকে ৯ জন হাতুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মাথার বাম দিকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে। লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনআনুগ ব্যবস্থা নেওয়া দাবি জানান।

গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুস সেলিম ভুবন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, দুপুরে তাঁকে ছেলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আতিকুর রহমান। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় কারা এ ঘটনা ঘটিয়েছেন তা তিনি জানেন না। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আহত ব্যক্তি বাদি হয়ে আব্দুস সেলিম ভুবনসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনের নামে মামলা করেছেন। অপর পক্ষ পৃথক অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।