লালপুরে শটগান রাইফেল ও গুলি সহ মোটরসাইকেল উদ্ধার
- আপডেট সময় : ০৮:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে একটি শটগান, ৩টি কাটা রাইফেল ও ১২২ রাইন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্র ব্যাবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ ভোর রাতে বিলমারিয়া ইউনিয়নে বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল সহ অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে পুলিশ উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় উপরে ডিউটি করছিল। এ সময় অজ্ঞাত ব্যাক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ সেখান থেকে নাম্বার বিহীন একটি লাল রংয়ের অ্যাপাচি মোটরসাইকেল এবং একটি শটগান ও তিনটি কাটা রাইফেল, শট গানের ২৫ রাউন্ড তাজা গুলি এবং কাটা রাইফেলের ৯৭ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া ব্যাক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।