সংবাদ শিরোনাম ::
লালপুরে গলা ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৪:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে গলা ফাঁস দিয়ে আশরাফুল ইসলাম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বড় বিলশলিয়া গ্রামে এঘটনা ঘটে। মৃত আশরাফুল বড় বিলশলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে হয়েছে আশরাফুলের। রাতে স্ত্রীর সাথে মনমালিন্য হওয়ায় সবার অজান্তে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাৎক্ষণিক টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।