ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

লাইভে এসে যা বললেন ইভ্যালির রাসেল

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল প্রতারণার মামলায় কিছুদিন আগে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এরপরই সাড়া জাগানো আয়োজন নিয়ে ফেসবুক লাইভে আসার ঘোষণা দেন তিনি।

ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় ফেসবুক লাইভে আসেন তিনি।

লাইভে রাসেল বলেন, বিগত দিনগুলোতে হয়ত আপনারা খারাপ ছিলেন। কারণ ইভ্যালিতে অর্ডার করা পণ্য আপনারা পাচ্ছিলেন না। এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আমি কারাগারে ছিলাম।

এর আগে ‘বিগ ব্যাং’ শিরোনামে ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি লিখেছিলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা গ্রাহকদের দীর্ঘ সময়ের এই দূরত্ব ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচাবেন তিনি। সেখানে ২৯ ডিসেম্বর ইতিহাস গড়ার কথাও উল্লেখ করেন তিনি। তাই আজই হয়ত ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন মোহাম্মদ রাসেল। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণার মামলায় তিনি এবং তার তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার হন। তার স্ত্রীকে এখনো কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাইভে এসে যা বললেন ইভ্যালির রাসেল

আপডেট সময় : ১১:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল প্রতারণার মামলায় কিছুদিন আগে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এরপরই সাড়া জাগানো আয়োজন নিয়ে ফেসবুক লাইভে আসার ঘোষণা দেন তিনি।

ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় ফেসবুক লাইভে আসেন তিনি।

লাইভে রাসেল বলেন, বিগত দিনগুলোতে হয়ত আপনারা খারাপ ছিলেন। কারণ ইভ্যালিতে অর্ডার করা পণ্য আপনারা পাচ্ছিলেন না। এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আমি কারাগারে ছিলাম।

এর আগে ‘বিগ ব্যাং’ শিরোনামে ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি লিখেছিলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা গ্রাহকদের দীর্ঘ সময়ের এই দূরত্ব ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচাবেন তিনি। সেখানে ২৯ ডিসেম্বর ইতিহাস গড়ার কথাও উল্লেখ করেন তিনি। তাই আজই হয়ত ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন মোহাম্মদ রাসেল। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণার মামলায় তিনি এবং তার তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার হন। তার স্ত্রীকে এখনো কারাগারে রয়েছেন।