লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ: নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা

- আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক হয় কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা ছিল।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এই সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার এবং ‘জুলাই গণহত্যার’ বিচার নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন চললেও এই বৈঠকের মাধ্যমে দুই পক্ষের সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের বিস্তারিত কর্মসূচিও জানা গেছে। আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না।
এছাড়া, ১২ জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।