রেস্তোরাঁ মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার সাধারন সভা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী জেলা কর্মকর্তার সাথে মতবিনিময় এবং ফ্লিট বাংলাদেশ-এর প্রতিনিধির সাথে ফুডার রেষ্টুরেন্ট ম্যানেজমেন্ট সফট্ওয়্যার বিষয় নিয়ে এক মতবিনিময় সভা গত বুধবার রাজশাহীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি, ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা আজিজুল আলম বেন্টু ও মাহবুব আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কর্মকর্তা শাকিল আহমেদ নিরাপদ খাদ্য আইন বিষষে সংক্ষিপ্ত আলোচনা করেন। এছাড়াও রেস্তোরাঁ মালিক সমিতির সহযুগ্ম সম্পাদক আবু তাহের, সহ সভাপতি সেলিম রেজা, দপ্তর সম্পাদক রেজাউল আহসান রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল হাসান সোহান, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন, সহদপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ জামিল দ্বীপন, নির্বাহী সদস্য আইনুল হক, মোঃ রাজিব, সোনিয়া খাতুন, আফরোজা খাতুন নবকুমার ঘোষ প্রমুখ। সভায় ফুডার ম্যানেজমেন্ট সফট্ওয়্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ফ্লিট বাংলাদেশ এর প্রধান খায়রুল আলম।
সভায় রেস্তোরাঁ ব্যবসায় বিভিন্ন সমস্যাগুলো সমাধানের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানানো হয়।