ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কার্যকর থাকবে এক বছর

রেমিট্যান্স সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করলো বাংলাদেশ ব্যাংক

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স সংক্রান্ত সব নির্দেশনা একত্র করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সার্কুলার ৩০ সেপ্টেম্বর জারি করা হয়েছে, যা আগামী এক বছর কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স পাঠানো ও গ্রহণের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সুসংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত জারি হওয়া বিভিন্ন নির্দেশনার সমন্বয় করে একটিতে আনা হয়েছে নিয়মকানুনগুলো।

সার্কুলারে যেসব খাত অন্তর্ভুক্ত হয়েছে, ব্যক্তিগত স্থানান্তর, ভ্রমণ ব্যয়, মুনাফা ও লভ্যাংশ প্রেরণ, প্রাতিষ্ঠানিক রেমিট্যান্স, রপ্তানি দাবি, বীমা ও পুনঃবীমা সংক্রান্ত লেনদেন, আন্তর্জাতিক কার্ড ও কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ প্রেরণ।

তবে আমদানি বিল পরিশোধ এবং পরিবহন সেবা বাবদ রেমিট্যান্স, এই দুইটি খাত নতুন সার্কুলারের আওতায় আসেনি।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত লেনদেনের জটিলতা কমবে এবং ব্যাংক ও গ্রাহক—উভয়ের জন্যই নির্দেশনা অনুসরণ সহজ হবে। রেমিট্যান্স লেনদেন আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে। সার্কুলারে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেন সংক্রান্ত হালনাগাদ নির্দেশনাও রয়েছে, যা বর্তমান বৈশ্বিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে বাংলাদেশ ব্যাংক আমদানি-রপ্তানি, ঋণ, গ্যারান্টিসহ বিভিন্ন খাতে মাস্টার সার্কুলার জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে পরিবহন সেবা ও বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত মাস্টার সার্কুলার জারির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই উদ্যোগ বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রতিষ্ঠার দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কার্যকর থাকবে এক বছর

রেমিট্যান্স সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স সংক্রান্ত সব নির্দেশনা একত্র করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সার্কুলার ৩০ সেপ্টেম্বর জারি করা হয়েছে, যা আগামী এক বছর কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স পাঠানো ও গ্রহণের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সুসংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত জারি হওয়া বিভিন্ন নির্দেশনার সমন্বয় করে একটিতে আনা হয়েছে নিয়মকানুনগুলো।

সার্কুলারে যেসব খাত অন্তর্ভুক্ত হয়েছে, ব্যক্তিগত স্থানান্তর, ভ্রমণ ব্যয়, মুনাফা ও লভ্যাংশ প্রেরণ, প্রাতিষ্ঠানিক রেমিট্যান্স, রপ্তানি দাবি, বীমা ও পুনঃবীমা সংক্রান্ত লেনদেন, আন্তর্জাতিক কার্ড ও কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ প্রেরণ।

তবে আমদানি বিল পরিশোধ এবং পরিবহন সেবা বাবদ রেমিট্যান্স, এই দুইটি খাত নতুন সার্কুলারের আওতায় আসেনি।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত লেনদেনের জটিলতা কমবে এবং ব্যাংক ও গ্রাহক—উভয়ের জন্যই নির্দেশনা অনুসরণ সহজ হবে। রেমিট্যান্স লেনদেন আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে। সার্কুলারে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেন সংক্রান্ত হালনাগাদ নির্দেশনাও রয়েছে, যা বর্তমান বৈশ্বিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে বাংলাদেশ ব্যাংক আমদানি-রপ্তানি, ঋণ, গ্যারান্টিসহ বিভিন্ন খাতে মাস্টার সার্কুলার জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে পরিবহন সেবা ও বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত মাস্টার সার্কুলার জারির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই উদ্যোগ বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রতিষ্ঠার দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।