ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তায় হাজারো মানুষ, টালমাটাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছেন দেশটির কয়েক হাজার নাগরিক। তাদরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জেরুজালেমসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। ইসরাইলের জাতীয় পতাকা হাতে নেতানিয়াহুবিরোধী স্লোগান দেন তারা। সাপ্তাহিক প্রতিবাদের অংশ হিসেবে তারা এই বিক্ষোভ করেন বলে জানা গেছে।

আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, ক্ষমতা চিরস্থায়ী করতে অপকৌশল করছেন নেতানিয়াহু। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, এই আন্দোলনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে। একজন দুর্নীতিবাজ ব্যক্তি কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারেন না। তিনি ইসরায়েলের পুরো বিচার ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নিতে চান। যা গণতন্ত্রের জন্য চরম হুমকি। আমরা প্রতি সপ্তাহেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাবো। ইসরায়েলের গণতন্ত্র রক্ষায় এ আন্দোলন চলবে।

আরেক বিক্ষোভকারী বলেন, ইসরায়েলের গণতন্ত্র রক্ষায় আমি এই প্রতিবাদে অংশ নিয়েছি। কোনোভাবেই একনায়কতন্ত্র মেনে নিতে পারি না। একজন ব্যক্তি কেবল তার নিজের স্বার্থে সবকিছু পরিবর্তন করতে পারে না। নিজের দুর্নীতির শাস্তি থেকে রক্ষা পেতে পুরো বিচার ব্যবস্থা ধ্বংস করতে চাচ্ছেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, গত ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা নেতানিয়াহু। ক্ষমতা গ্রহণের পরই বিচার ব্যবস্থার সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা উন্মোচন করেন।

নতুন ওই সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। নেতানিয়াহুর ওই উদ্যোগের শুরু থেকে বিরোধিতা করে আসছে সাধারণ মানুষ। তাদের দাবি, ওই সংশোধনী বিচার ব্যবস্থাকে দুর্বল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাস্তায় হাজারো মানুষ, টালমাটাল ইসরায়েল

আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছেন দেশটির কয়েক হাজার নাগরিক। তাদরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জেরুজালেমসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। ইসরাইলের জাতীয় পতাকা হাতে নেতানিয়াহুবিরোধী স্লোগান দেন তারা। সাপ্তাহিক প্রতিবাদের অংশ হিসেবে তারা এই বিক্ষোভ করেন বলে জানা গেছে।

আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, ক্ষমতা চিরস্থায়ী করতে অপকৌশল করছেন নেতানিয়াহু। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, এই আন্দোলনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে। একজন দুর্নীতিবাজ ব্যক্তি কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারেন না। তিনি ইসরায়েলের পুরো বিচার ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নিতে চান। যা গণতন্ত্রের জন্য চরম হুমকি। আমরা প্রতি সপ্তাহেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাবো। ইসরায়েলের গণতন্ত্র রক্ষায় এ আন্দোলন চলবে।

আরেক বিক্ষোভকারী বলেন, ইসরায়েলের গণতন্ত্র রক্ষায় আমি এই প্রতিবাদে অংশ নিয়েছি। কোনোভাবেই একনায়কতন্ত্র মেনে নিতে পারি না। একজন ব্যক্তি কেবল তার নিজের স্বার্থে সবকিছু পরিবর্তন করতে পারে না। নিজের দুর্নীতির শাস্তি থেকে রক্ষা পেতে পুরো বিচার ব্যবস্থা ধ্বংস করতে চাচ্ছেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, গত ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা নেতানিয়াহু। ক্ষমতা গ্রহণের পরই বিচার ব্যবস্থার সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা উন্মোচন করেন।

নতুন ওই সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। নেতানিয়াহুর ওই উদ্যোগের শুরু থেকে বিরোধিতা করে আসছে সাধারণ মানুষ। তাদের দাবি, ওই সংশোধনী বিচার ব্যবস্থাকে দুর্বল করবে।