ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাসিক নির্বাচনে ৪ মেয়র প্রার্থীই বৈধ, ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করা ১৭৪ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাসিক নির্বাচনে মেয়র, সাধারসাধারন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাসিক নির্বাচনে ভোটযুদ্ধে লড়তে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন ও সংরক্ষিত নারী আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন; ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম, জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক ও জাতীয় পার্টি (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এবং জাকের পার্টি সমর্থিত মেয়র প্রার্থী লতিফ আনোয়ার।

রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো অসঙ্গতি না পাওয়ায় মেয়র পদে মনোনয়ন দাখিল করা চারজনেরই এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করা ৪৬ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্রের আবেদনে কিছু তথ্য ভুল ও অসংলগ্ন থাকায় ৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি ১৬৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ বৈধ এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। তারপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবে।

আগামী ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমএমের মাধ্যমে সিটির ৩০ টি ওয়ার্ডের সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩ টি রুমে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২। আর এবার ৩০ হাজার ১৫৭ ভোটার নতুন ভোটার প্রথম বারের মত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচনে ৪ মেয়র প্রার্থীই বৈধ, ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : ১০:০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করা ১৭৪ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাসিক নির্বাচনে মেয়র, সাধারসাধারন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাসিক নির্বাচনে ভোটযুদ্ধে লড়তে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন ও সংরক্ষিত নারী আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন; ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম, জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক ও জাতীয় পার্টি (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এবং জাকের পার্টি সমর্থিত মেয়র প্রার্থী লতিফ আনোয়ার।

রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো অসঙ্গতি না পাওয়ায় মেয়র পদে মনোনয়ন দাখিল করা চারজনেরই এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করা ৪৬ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্রের আবেদনে কিছু তথ্য ভুল ও অসংলগ্ন থাকায় ৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি ১৬৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ বৈধ এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। তারপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবে।

আগামী ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমএমের মাধ্যমে সিটির ৩০ টি ওয়ার্ডের সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩ টি রুমে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২। আর এবার ৩০ হাজার ১৫৭ ভোটার নতুন ভোটার প্রথম বারের মত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।