ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাসিক নির্বাচনে বাচ্চুকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৮১ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুকে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির একাংশ। জাতীয় পার্টির বেশকিছু নেতাকর্মী আজ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাচ্চুকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। দলের কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েছেন বলেন দাবি করে বাচ্চু মেয়র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবেন বলে তিনিও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা বলে দাবি করে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু আরও বলেন, দলের তৃণমূলের নেতাকর্মীদের চাওয়াতেই আমি মেয়র নির্বাচিত হলে রাজশাহী থেকেই সন্ত্রাস নির্মূল করা হবে। এখানে কোনো জঙ্গিবাদের আস্তানা থাকবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম পল্টু প্রমুখ।

এদিকে বাচ্চুর এ সংবাদ সম্মেলন বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় পার্টির রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক নাই। তিনি রওশন এরশাদপন্থি নেতা। সেই হিসিবে তিনি এককভাবে এ সংবাদ সম্মেলন করেছেন। তবে আগামী সিটি নির্বাচনে আমি নিজেই প্রার্থী হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচনে বাচ্চুকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ০৮:৪৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুকে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির একাংশ। জাতীয় পার্টির বেশকিছু নেতাকর্মী আজ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাচ্চুকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। দলের কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েছেন বলেন দাবি করে বাচ্চু মেয়র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবেন বলে তিনিও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা বলে দাবি করে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু আরও বলেন, দলের তৃণমূলের নেতাকর্মীদের চাওয়াতেই আমি মেয়র নির্বাচিত হলে রাজশাহী থেকেই সন্ত্রাস নির্মূল করা হবে। এখানে কোনো জঙ্গিবাদের আস্তানা থাকবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম পল্টু প্রমুখ।

এদিকে বাচ্চুর এ সংবাদ সম্মেলন বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় পার্টির রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক নাই। তিনি রওশন এরশাদপন্থি নেতা। সেই হিসিবে তিনি এককভাবে এ সংবাদ সম্মেলন করেছেন। তবে আগামী সিটি নির্বাচনে আমি নিজেই প্রার্থী হবো।