রাশিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, দুই হাজার জনকে উদ্ধার

- আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের কিরোভস্কে জেলার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশপাশের দুই হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই সামরিক ঘাঁটির কাছাকাছি হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিমিয়ার মস্কো-সমর্থিত গভর্নর বুধবার এসব তথ্য জানিয়েছেন।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘এই ঘটনায় অস্থায়ীভাবে চারটি বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে দুই হাজারের বেশি লোক রয়েছেন।’
রাশিয়ান সিকিউরিটি ফোর্সের দাবি ইউক্রেন এই ঘটনার পেছনে রয়েছে। গভীর রাতে এই হামলা চালানো হয়েছে।
খবরে বলা হয়েছে, অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। আগুনের গোলা উপর দিকে উঠতে থাকে। সেনা ছাউনিতে এই আগুনের জেরে চাঞ্চল্য ছড়ায়।
তবে এই আগুন লাগার কারণ সেভাবে জানা যায়নি। রাশিয়ান সিকিউরিটি সার্ভিস ও ইউক্রেনের মিডিয়া জানিয়েছে, অস্ত্র সম্ভারের একটি ডিপোতে রাতভর হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের ওডেসা মিলিটারি প্রশাসনের মুখপাত্র দুটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে, আগুন লাগা স্থানগুলো শত্রুর গোলাবারুদের ডিপো।