ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাত ৯টার পর বেরোবি ক্যাম্পাসে সব ধরনের খেলা বন্ধ

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের নিরাপত্তা সমুন্নত রাখতে ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে রাত ৯টার পর বহিরাঙ্গনে ব্যাটমিন্টনসহ অন্যান্য খেলা, অনুষ্ঠান, জমায়েত সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বহিরাঙ্গন(অন্যান্য খেলা ও অনুষ্ঠানাদী) জমায়েত সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনাকে সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণের শামিল বলে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদের মধ্যে একজন ফেইসবুকে মন্তব্য করে বলেন, এটা কি বিশ্ববিদ্যালয়? এই শীতকালীন সময়ে রাতে ব্যাডমিন্টন খেলা হয় একটু্। আর এই সময়ে এতো বড় সিদ্ধান্ত? ব্যাপারটা হলো, স্টুডেন্টদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তীব্র নিন্দা জানাচ্ছি।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এটা করা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা কেনো নিয়েছে তা জানি না,কিন্তু আমরা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলামকে একাধিক বার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাত ৯টার পর বেরোবি ক্যাম্পাসে সব ধরনের খেলা বন্ধ

আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের নিরাপত্তা সমুন্নত রাখতে ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে রাত ৯টার পর বহিরাঙ্গনে ব্যাটমিন্টনসহ অন্যান্য খেলা, অনুষ্ঠান, জমায়েত সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বহিরাঙ্গন(অন্যান্য খেলা ও অনুষ্ঠানাদী) জমায়েত সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনাকে সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণের শামিল বলে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদের মধ্যে একজন ফেইসবুকে মন্তব্য করে বলেন, এটা কি বিশ্ববিদ্যালয়? এই শীতকালীন সময়ে রাতে ব্যাডমিন্টন খেলা হয় একটু্। আর এই সময়ে এতো বড় সিদ্ধান্ত? ব্যাপারটা হলো, স্টুডেন্টদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তীব্র নিন্দা জানাচ্ছি।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এটা করা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা কেনো নিয়েছে তা জানি না,কিন্তু আমরা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলামকে একাধিক বার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।