রাজশাহী-৫ : এমপি মনসুর রহমানের প্রার্থীতা প্রত্যাহার চেয়ে আবেদন
- আপডেট সময় : ০১:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ আবেদন করেন। প্রার্থী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনসুর রহমানের আস্থাভাজন ও আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু।
এরআগে তিনি নির্ধারিত সময়েই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন ও জমা দেন। দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু।
এমপি ডা. মনসুর রহমান গত ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করে এমপি হন। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বাতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। সেই সাথে তিনি জেলা নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন।