রাজশাহী শিক্ষাবোর্ডের আয়োজনে ৭ মার্চ পালন

- আপডেট সময় : ১২:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
নানা আয়োজনে মঙ্গলবার রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে তৃতীয়বারের মত যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। এ লক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর পক্ষ থেকে বোর্ড চত্বরে “মুজিব শতবর্ষ-১০০” স্মারক মূর্যালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সোয়া ৯টায় কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর স্বাধীনতা যুদ্ধে নিহদের স্বরনে এবং ৭৫এর ১৫ আগস্টে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্য এবং জেল এর মধ্যে শহীদদের স্বরন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার এবং সকাল ১০ টায় দিবসের তাৎপর্য তুলে ধরে চেয়ারম্যানের সভাপতিত্বে এবং প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজম-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-বিদ্যালয় পরিদর্শক হোসনে আরা আরজু, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক এবং সচিব হুমায়ূন কবীর।
প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ও শপথ নেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জ্ঞাপনের সর্বাপেক্ষা উত্তম পন্থা উল্লেখ করে তা বাস্তবায়নে নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানান। পরে বাদ আসর শিক্ষা বোর্ড মসজিদে মিলাদ মাহ্ফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বোর্ড মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মোঃ রহমতুল্লাহ।