রাজশাহী মহানগর বিএনপি’র আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে প্রতিটি ওয়ার্ডের কমিটি করার জন্য সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল, জুয়েল, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ বিএনপি’র অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী মহানগর বিএনপিকে আরো গতিশীল করতে মহানগরের প্রতিটি ওয়ার্ডে নতুন করে কমিটি গঠন করা হবে। এই কমিটির সদস্যরা বিএনপি ঘোষিত দশ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন এবং মহানগর বিএনপি’র কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে বলে উল্লেখ করেন তিনি।