রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
প্রেস বিঞ্জপ্তি : আজ শুক্রবার রাজশাহী বেকারি ও কনফেকশনারী মালিক সমিতির বার্ষিক বনভোজন মহানগরীর চৈতির বাগানে অনুষ্ঠিত হয়েছে। বনভোজন চলাকালিন আগের দিন রাতে উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারির মৃত্যু সংবাদ পৌছালে অনুষ্ঠান স্থলে শোকের ছায়া নেমে আসে। বনভোজনের সকল বিনোদনমূলক অনুষ্ঠান বর্জন করে সংক্ষিপ্ত আলোচনা সভা, মরহুম সভাপতির আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও মধ্যান্য ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোসনা করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্যে বলেন রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়নে ও ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির রাজশাহী শাখার সভাপতি গোলাম সারোয়ার স্বপন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আর.ডি.এ মার্কেট কমিটির সভাপতি মোঃ ফরিদ মামুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু ও রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শামসুজ্জামান মিঠু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী, সাংগঠনিক সম্পাদক পিযুষ কুন্ডু প্রমুখ।