রাজশাহী কাজিহাটা প্রিমিয়ার লীগে কাজিহাটা চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০২:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে কাজিহাটা প্রিমিয়ার লীগে কাজিহাটা চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রাজশাহীর কালেক্টরেট মাঠে কাজিহাটা কোবরা ক্রিকেট দলকে পাঁচ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন কর কাজিহাটা চ্যালেঞ্জার। মোট ১২ ওভারের খেলায় প্রথমে কাজিহাটা কোবরা ব্যাট করে ১২০ রাত করে। জবাবে কাজিহাটা চ্যালেঞ্জার ১২ ওভারে লক্ষে পৌঁছে যায়।
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করনে। আয়োজকদের ধন্যবাদ ও অংশগ্রহনকারী দলসমুহকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় ভ্রাতৃত্বের বন্ধনের সৃষ্টি হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার জন্য সর্বাত্বক সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর সহযোগিতায় বাংলাদেশের প্রতিটি খেলা বিশ^ দরবারে পরিচিতি পাচ্ছে। সেইসাথে বাংলাদেশের খেলোয়াররা দেশে এবং বিদেশের মাটিতে ভাল করছে।
তিনি আরো বলেন, রাজশাহীতে অনেক জাতীয় এবং আন্তর্জাতিক মানের ক্রীকেটার রয়েছেন। তারা রাজশাহীর ক্রীকেট অঙ্গনকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এরই ধারবাহিকতায় মহানগরীর বিভিন্ন স্থানে ক্রীকেট টুর্ণামেন্ট হচ্ছে। রাজশাহীতে আন্তর্জাতিক মানের মাঠ না থাকায় জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলো হচ্ছেনা। তিনি রাজশাহীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ফাইভস্টার হোটেল ও মোটেল করার জন্য সরকারের নিকট অনুরোধ করেন। সেইসাথে বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কাজিহাটা যুব সমাজের আয়োজনে, অষ্টমবারের মত কাজিহাটা প্রিমিয়ার লীগের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিহাটা প্রিমিয়ার লীগ কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, কাজিহাটা প্রিমিয়ার লীগ কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম সওদাগর, রাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক পাভেল, যুবলীগ নেতা জানে আলম, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল, কাজিহাটা প্রিমিয়ার লীগ কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী, সদস্য শরিফুল ইসলাম তোতা ও মোমিনুল ইসলাম এবং পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর সত্বাধিকারী ফরহাদ হোসেন আদনানসহ অত্র কমিটির অন্যান্য সদস্যগণ। এছাড়াও প্রতিটি দলের সত্বাধিকারী ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি মাসের ৩ তারিখ শ্রক্রবার অত্র লীগ শুরু হয়। এ লীগে মোট দশটি দল অংশগ্রহন করে। বিশদিন এই লীগ চলে।