রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওদাপাড়াস্থ শিশুপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান শিহাব রিফাত আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ। সঞ্চালনা করেন রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন সুলতান মন্টু, সহ-সভাপতি শ্রী. অসদ প্রসাদ, সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ আলগীর, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান ও অর্থ সম্পাদক আসাদুজ্জামানসহ কার্যনিরবাহী কার্যকারী কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ,নওগাঁ, বগুরা, নাটোর, জয়পুরহাঁট ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির জেলা প্রতিনিধিরা অংশ নেন।