ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর মধুমতি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে ছুটছে ঢাকায়

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

রাজশাহী-ঢাকা রুটে শুক্রবার (১ ডিসেম্বর) বিজয় মাসের শুরুর দিন থেকে মধুমতি এক্সপ্রেস প্রমত্ত পদ্মা পাড়ি দিয়ে রাজশাহী-ঢাকা রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। শুক্রবার (১ ডিসেম্বর) ট্রেনটির অনুষ্ঠানিক উদ্বোধন না থাকলেও সকাল ৬:৪০ মিনেটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে রাজশাহী-ঢাকা রুটের চলাচলরত সিল্কসিটি,পদ্মা,বনলতা,ধূমকেতুর বহরে যুক্ত হলো মধুমতি এক্সপ্রেস। যদিও মধুমতি ট্রেনটি রাজশাহী থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত চলাচল করতো। তবে পাঁচটি স্টেশন যুক্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মধুমতি এক্সপ্রেস ঢাকায় পৌঁছায়। ইতোমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে ট্রেন চলাচলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করাহয়েছে। একই সাথে শুক্রবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনগুলোর নতুন সময় সূচি কার্যকর হয়। সময় সূচিতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার অপরিবর্তিত থাকবে। এতে রাজশাহীসহ পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুরের মানুষের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। এছাড়া মধুমতি এক্সপ্রেসে থাকছে আটটি কোচ। এই ট্রেনে যাত্রীদের আসন সংখ্যা মোট ৫৫৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির একটি কোচে আসনসংখ্যা ২৪টি। আর শোভন চেয়ারে ৪৪ এবং শোভন শ্রেণিতে ৪৯০টি আসন থাকবে। এছাড়া ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত শোভন কোচে ভাড়া ৩৯৫ টাকা, শোভন চেয়ারে ভাড়া ৪৭০ টাকা আর প্রথম শ্রেণিতে ভাড়া ৭১৯ টাকা। জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে এই প্রথম ট্রেন পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে। মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচলকারী তৃতীয় আন্তঃনগর ট্রেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর মধুমতি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে ছুটছে ঢাকায়

আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

রাজশাহী-ঢাকা রুটে শুক্রবার (১ ডিসেম্বর) বিজয় মাসের শুরুর দিন থেকে মধুমতি এক্সপ্রেস প্রমত্ত পদ্মা পাড়ি দিয়ে রাজশাহী-ঢাকা রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। শুক্রবার (১ ডিসেম্বর) ট্রেনটির অনুষ্ঠানিক উদ্বোধন না থাকলেও সকাল ৬:৪০ মিনেটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে রাজশাহী-ঢাকা রুটের চলাচলরত সিল্কসিটি,পদ্মা,বনলতা,ধূমকেতুর বহরে যুক্ত হলো মধুমতি এক্সপ্রেস। যদিও মধুমতি ট্রেনটি রাজশাহী থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত চলাচল করতো। তবে পাঁচটি স্টেশন যুক্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মধুমতি এক্সপ্রেস ঢাকায় পৌঁছায়। ইতোমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে ট্রেন চলাচলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করাহয়েছে। একই সাথে শুক্রবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনগুলোর নতুন সময় সূচি কার্যকর হয়। সময় সূচিতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার অপরিবর্তিত থাকবে। এতে রাজশাহীসহ পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুরের মানুষের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। এছাড়া মধুমতি এক্সপ্রেসে থাকছে আটটি কোচ। এই ট্রেনে যাত্রীদের আসন সংখ্যা মোট ৫৫৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির একটি কোচে আসনসংখ্যা ২৪টি। আর শোভন চেয়ারে ৪৪ এবং শোভন শ্রেণিতে ৪৯০টি আসন থাকবে। এছাড়া ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত শোভন কোচে ভাড়া ৩৯৫ টাকা, শোভন চেয়ারে ভাড়া ৪৭০ টাকা আর প্রথম শ্রেণিতে ভাড়া ৭১৯ টাকা। জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে এই প্রথম ট্রেন পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে। মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচলকারী তৃতীয় আন্তঃনগর ট্রেন।