• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক : / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

রাজশাহীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।
রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তিনিটি প্রষ্ঠিানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উমরপুর বাজারে একটি দোকানে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা , ভূগরইল বাজারে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা এবং রাজশাহী সাহেব বাজারে আমজাদ স্টোরে ভারতীয় পণ্যর আমদানি কারক প্রতিষ্ঠানের সীল ও মোড়ক না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছ।
এই ধরনের অভিযান অব্যাহত থাকার কথা জানানা ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ