রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ
- আপডেট সময় : ০৬:২৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
রাজশাহীর সোনাদিঘীর মোড়ে আজ বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এ সমাবেশে বিভাগের আট জেলা থেকে অন্তত এক লাখ নেতাকর্মী অংশ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। রাজশাহী নগরীর কোনো মাঠে এ সমাবেশের জন্য অনুমতি না পেলেও সোনাদিঘী মোড়ের তিন রাস্তাকেন্দ্রী এটি অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস প্রধান অতিথি থাকবেন। এছাড়াও রাজশাহীসহ আট জেলার নেতারা উপস্থিত থাকবেন।
রাজশাহী মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, বিভাগীয় সমাবেশের জন্য আমরা মাদ্রাসা মাঠ চেয়েছিলাম। কিন্তু সেটি দেওয়া হয়নি। নগরীর সোনা দিঘীর মোড়ে অনুমোদন দেওয়া হয়েছে। এখানেই আমারা লক্ষাধিক মানুষে সমাবেশ করবো।
এদিকে, বিএনপির এ সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা তৎপরতা। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম।