সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বরই পাড়তে নিযেধ করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে বরই পাড়তে নিযেধ করায় তাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন অজ্ঞাতনামা কয়েকজন যুবক। বৃহস্পতিবার দেড়টার সময় নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় এ ঘটনা। নিহত তাজেম আলী বিদ্যুৎ ছোটবন স্কুলপাড়ার মৃত শমসের আলীর ছেলে।
জানা গেছে, তাজেম আলীর গাছ থেকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক বরই পারছিলো। এসময় তিনি তাদের বরই পাড়তে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাজেম আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
চন্দ্রিমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনের নাম ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।