রাজশাহীতে প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে তানোরে যুবলীগের প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রধান মন্ত্রী শেখ হানিসার আগমন ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা সফল করতে তানোরে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে যুবলীগের একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে তানোর গোল্লা পাড়া বাজার চত্বরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু।
তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে ও তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ বক্তা ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যার ও তানোর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ প্রমুখ। উক্ত প্রস্তুতি সভায় রাজশাহী জেলা যুবলীগেরএকাধীক নেতাসহ তানোর উপজেলার পর্যায়ের নেতা-কর্মি এবং প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা যুবলীগ সভাপতি সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন।