রাজশাহীতে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন
- আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
রাজশাহী বৈকালী সংঘের আয়াজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টর উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়ার শাহনেওয়াজ শহীদ সানু। এই টুর্নামেন্টে মোট ২৯টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী অুনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু ও রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সদস্য সচিব (হকিও সাঁতার ), বৈকালী সংঘের নির্বাহী সদস্য ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা শারীরিক শিক্ষার শিক্ষক এস.এম সালাহউদ্দীন রতন, ক্রিকেট কোচ নুরুজ্জামান নূরু ও হেলাল, ক্রীড়া সংগঠক রায়হান উদ্দিন হালিম ও শিমুলসহ বৈকালী সংঘের নির্বাহী সদস্যবৃন্দ ও ক্রীড়া অনুরাগী ও সমাজসেবকগণ।
উদ্বোধনীতে প্রধান অতিথি বলেন, রাজশাহী হচ্ছে খেলোয়ার তৈরীর উর্ব্বর ভূমি। রাজশাহীতে ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য ইভেন্টের অনেক নামী-দামী খেলোয়ার রয়েছেন। যারা জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং করছেন। এই ধারা অব্যাহত রাখতে বৈকালী সংঘ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে অন্যান্য ক্লাবকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।